ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক আক্রমণ চালিয়ে রাশিয়ার প্রতিরক্ষায় বিপর্যয় সৃষ্টি করেছে। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার অগ্রসর হয়েছে। এটা রাশিয়ার সামরিক বাহিনী ও ক্রেমলিনকে হতবাক করেছে।
এই অভিযানে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের মনোযোগ বিচ্ছিন্ন করতে সফল হয়েছে। ফলে রাশিয়া কুরস্কে অতিরিক্ত সেনা মোতায়েন করছে।
ইউক্রেনের আক্রমণে লিপেটস্ক এয়ারবেসে সংরক্ষিত শত শত গাইডেড বোমা ধ্বংস হয়েছে। রুশ বাহিনী এগুলো ইউক্রেনীয় শহর ও সামরিক অবস্থানে হামলার জন্য ব্যবহার করে আসছিল।তবে ইউক্রেনের সেনাবাহিনী এখনও সংখ্যায় রুশ বাহিনীর তুলনায় কম। ফলে এই অভিযান সফল হলেও সম্ভাব্য বিপদের ঝুঁকি রয়েছে।
এদিকে, দোনেৎস্কের কোস্ত্যানতিনিভকা শহরে রুশ বাহিনীর হামলায় ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন এবং রাশিয়াকে জবাবদিহি করার হুঁশিয়ারি দিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল