রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু অবকাঠামোতে হামলা বন্ধ করার বিষয়ে আলোচনা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে মস্কো। রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্টভাবে এ বিষয়ে বক্তব্য দেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়া এবং ইউক্রেন তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ করার লক্ষ্যে একটি চুক্তির পরিকল্পনা করছিল। এই চুক্তির সম্ভাব্য আলোচনা কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা উভয় দেশকে আংশিক যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারত। কিন্তু রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ফলে সেই আলোচনা বন্ধ হয়ে যায়।
জাখারোভা এই প্রতিবেদনের জবাবে বলেন, ‘কোনো আলোচনা বা চুক্তির প্রক্রিয়া নিয়ে কিছু ফাঁস করা হয়নি, কারণ এমন কিছু ছিলই না। রাশিয়া ও কিয়েভের মধ্যে বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হয়নি।’
কাতারে সম্ভাব্য আলোচনার বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দোহায় (কাতার) শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর, যা ২২ আগস্ট ভিডিও সম্মেলন আকারে অনুষ্ঠিত হবে।
রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোর ওপর হামলার অভিযোগ করে আসছে, যদিও উভয় পক্ষই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের প্রসঙ্গে পুতিনের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে জাখারোভা বলেন, পুতিন স্পষ্টভাবে বলেছেন, যারা রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে, তাদের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছে নেই।
বিডিপ্রতিদিন/কবিরুল