চীনের শ্যানডং প্রদেশের তাই'য়ান শহরে এক ভয়াবহ দুর্ঘটনায় ৫ শিক্ষার্থীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ে ঢুকে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে তাই'য়ান শহরে স্কুলের সামনে অপেক্ষারত শিক্ষার্থী ও অভিভাবকদের উপর দ্রুতগতির একটি বাস ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর অনুসারে, শ্যানডং প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের সামনে অপেক্ষমাণ জনতার ভিড়ে ঢুকে পড়ে। এতে ১১ জন নিহত এবং আরও অনেকে আহত হন। চালককে পুলিশ ইতিমধ্যে আটক করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল