লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দেড় হাজার যোদ্ধাকে হত্যার দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি। হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ অক্টোবর) গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
সেখানে তিনি বলেন, হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায়, ঠিক ততটা আমরা চালাব। তাদের কমান্ডারদের হত্যা করেছি আমরা। আর আপনারা স্থানীয় কমান্ড অবকাঠামো ধ্বংস করছেন।
হিজবুল্লাহ দিনে দিনে আরও ডুবছে বলেও দাবি করেছেন ইসরায়েলি সেনাপ্রধান।
তিনি বলেন, হিজবুল্লাহ হতাহতের সংখ্যা লুকাচ্ছে। তারা তাদের কমান্ডারদের মৃত্যুর তথ্য লুকাচ্ছে। আমাদের ধারণা আমরা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছি। আমরা কম করে বলছি। আরও কয়েক ডজন হামলার ফলাফলের তথ্য আমি কল্পনা করছি।
ইসরায়েলি এই সেনা কর্মকর্তা দাবি করেন যে, আত্মসমর্পণ করছে হিজবুল্লাহর যোদ্ধারা। এর মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটির মনোবল এবং লড়াইয়ের মাত্রার বিষয়টি প্রকাশ পাচ্ছে। তবে, হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে তাদের যোদ্ধারা।
গত সেপ্তেম্বরের শেষ দিকে লেবাননের দক্ষিণে স্থল হামলা চালানো শুরু করে ইসরায়েল। সেখানে হিজবুল্লাহর যোদ্ধাদের শক্ত ঘাঁটি রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে হিজবুল্লাহকে সেখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল ইসরায়েলিরা। তবে স্থল হামলা চালাতে গিয়ে প্রথম দিনেই বড় ধাক্কা খায় তারা। লেবাননে অভিযানে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৬০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।
সূত্র : টাইমস অব ইসরায়েল
বাংলাদেশ প্রতিদিন/কেএ