আপাতত হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত থামলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ইতি ঘটেনি। নতুন রণক্ষেত্র হয়ে উঠেছে সিরিয়া। এর মাঝেই ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে এই ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, আকাশপথে চালানো একটি হামলা প্রতিহত করেছে তারা।
বিবৃতিতে হুথি বলেছে, ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম ‘প্যালেস্টাইন ২’। হুথির দাবি, এই ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি’ ইয়েমেনে তৈরি।
অপর দিকে ইসরায়েলে সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমানবাহিনী। রবিবার সকালে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়।
গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুথি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা।
বিডি প্রতিদিন/নাজমুল