৩২ মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। গত ২৬ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত এই সব মামলায় তাকে জামিন দিয়েছে দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। তবে জামিন হলেও আইনি লড়াই চালিয়ে যেতে হবে বুশরা বিবিকে।
বুশরার বিরুদ্ধে রাওয়ালপিন্ডি, অ্যাটক ও চকওয়ালের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিন শুনানির সময় তিনি আদালতের কক্ষে উপস্থিত ছিলেন এবং তার জামিন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জামিন বন্ড জমা দেন। জামিন মঞ্জুর হওয়ার পর বুশরা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তার পরবর্তী হাজিরা জানুয়ারির মাঝামাঝি সময়ে।
এর আগে, ইমরান খানের মুক্তির দাবিতে গত নভেম্বরে রাজধানী ইসলামাবাদে লংমার্চ করেছিল তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ২৬ নভেম্বর কর্মী-সমর্থকরা ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ডি-চকে পৌঁছে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ওই দিন রাতে আকস্মিকভাবে কর্মসূচি স্থগিত করে দেয় দলটি।
পরবর্তী সময়ে পিটিআই জানায়, তাদের কর্মীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে। এতে অন্তত ১২ জন নিহত হন। তবে নতুন করে আবারও কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে তারা। উল্লেখ্য, ২০২২ সালে জাতীয় পরিষদের আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। ২০২৩ সালের ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওইদিন থেকে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি।
সূত্র : জিও নিউজ।
বিডি-প্রতিদিন/শআ