তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে সিরিয়ার নেতা আহমেদ আল-শারাআ (আবু মুহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত) এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, হাকান ফিদান ও আহমেদ আল-শারাআ একে অপরকে আলিঙ্গন ও করমর্দন করছেন। আল-শারাআ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দলের নেতা। উল্লেখ্য, দুই সপ্তাহ আগে এই দলটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে আক্রমণ পরিচালনা করে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত শুক্রবার জানিয়েছিলেন, হাকান ফিদান দামেস্ক সফরে যাচ্ছেন। এই সফরের মূল উদ্দেশ্য সিরিয়ার নতুন কাঠামো নিয়ে আলোচনা করা।
সিরিয়া ও তুরস্কের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিডিপ্রতিদিন/কবিরুল