চীন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তাইওয়ানের জন্য ৫৭১.৩ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তার অনুমোদনের বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান নিয়েছে।
হোয়াইট হাউস শুক্রবার জানায়, বাইডেন প্রতিরক্ষা বিভাগ থেকে ৫৭১.৩ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র, সেবা এবং সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ তাইওয়ানের জন্য বরাদ্দ করেছেন। তবে এই প্যাকেজের বিস্তারিত তথ্য জানানো হয়নি। উল্লেখ্য, তিন মাস আগে ৫৬৭ মিলিয়ন ডলারের আরেকটি প্রতিরক্ষা প্যাকেজ অনুমোদন করা হয়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থে গুরুতর হুমকি সৃষ্টি করেছে। তারা আরও জানায়, চীন এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে।’
বিবৃতিতে বলা হয়, চীন যুক্তরাষ্ট্রের কাছে এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে বলেছে। তাইওয়ান বিষয়ক চীনা দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তাদের নেতাদের দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থি। যুক্তরাষ্ট্র বারবার বলে থাকে যে তারা ‘তাইওয়ানের স্বাধীনতা’কে সমর্থন করে না, অথচ তাদের কাজ ভিন্ন কথা বলে।
চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানাই এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের দাবি জানাই।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি না দিলেও এটি তাদের কৌশলগত মিত্র এবং সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। এদিকে, চলতি সপ্তাহে তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে ৩৮টি অ্যাব্রামস ব্যাটল ট্যাংক পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি তাদের গত ৩০ বছরে পাওয়া প্রথম নতুন ট্যাংক।
বিশ্লেষকরা মনে করছেন, তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ক্রমশ বাড়ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল