লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে হিজবুল্লাহর কার্যক্রম পুনরায় শুরু করতে দেবে না বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ রবিবার এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, হিজবুল্লাহর উপস্থিতি ইসরায়েলি জনগণের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ফ্রন্টলাইন থেকে বক্তব্য দিতে গিয়ে কাটজ বলেন, আমরা হিজবুল্লাহকে নজিরবিহীন শক্তি দিয়ে আঘাত করেছি। আমরা সাপের বিষদাঁত ভেঙে দিয়েছি। যদি হিজবুল্লাহ লিতানি নদীর বাইরে না সরে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করে, তবে আমরা তাদের মাথা চূর্ণবিচূর্ণ করব।
ইসরায়েলের এই কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এসেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকি হতে পারে বলে মনে করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, লিতানি নদী লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সীমানা হিসেবে বিবেচিত। ইসরায়েল চায়, এই নদীর উত্তরে হিজবুল্লাহর সমস্ত কার্যক্রম সীমাবদ্ধ থাকুক এবং দক্ষিণাঞ্চলকে সম্পূর্ণরূপে নিরস্ত্র রাখা হোক।
ইসরায়েলের এই কঠোর বার্তা হিজবুল্লাহর জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিডিপ্রতিদিন/কবিরুল