লেবাননে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারাকে ওরফে আবু মুহাম্মদ আল-জোলানি। তিনি বলেছেন, প্রতিবেশী লেবাননের জন্য নেতিবাচকভাবে কোনো কিছু করতে চায় না সিরিয়া। দেশটির সার্বভৌমত্বকে সম্মান জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
গতকাল রবিবার দেশটির দ্রুজ সম্প্রদায়ের নেতা ওয়ালিদ এবং তৈমুর জুম্বালতের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন আহমেদ আল-শারা।
সেপ্টেম্বরের শুরুতে জোলানির নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বাশার আল-আসাদের পতন ঘটায়। আসাদ ছিলেন শিয়া মুসলিম আলওয়াইতে সম্প্রদায়ের মানুষ। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন দেশটির সরকারে আলওয়াইতে সম্প্রদায়ের মানুষ বড় পদগুলোতে আসীন ছিলেন।
আসাদের পতনের পর তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে, সুন্নি মুসলিমদের নিয়ে গঠিত সশস্ত্র গোষ্ঠী তাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলে বাস করেন তারা। যদিও সিরিয়ার ক্ষমতা নেওয়ার পরই বিদ্রোহী নেতা জোলানি জানান, সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের ওপর তারা হামলা চালাবেন না।
সূত্র: বিবিবি ও নিউইয়র্ক টাইমস।
বিডি-প্রতিদিন/শআ