ফিলিস্তিনের গাজা উপত্যকায় সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর প্রায় ৯০০ সেনা সদস্য নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের ৮৯১ জন কর্মকর্তা এবং সৈন্য গাজায় অভিযানের সময় নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোও এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ১৯৭৩ সালে ইয়োম কিপ্পুর যুদ্ধে দেশটির সবচেয়ে বেশি সেনা সদস্য নিহত হয়।
এদিকে ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গত ১৩ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ