ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের কাছে ইসরায়েলি বন্দীদের একজন তিন দিন আগে আত্মহত্যার চেষ্টা করেন। দলটির চিকিৎসা টিমের দ্রুত হস্তক্ষেপে তার জীবন রক্ষা পায়।
আল-কুদস ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু হামজা বলেন, ‘বন্দীদের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নতুন শর্তাবলীর কারণে মুক্তির প্রক্রিয়া ব্যর্থ হলে তার মানসিক অবস্থার আরও অবনতি হয়।’
ওই বন্দী প্রথম দফার যুদ্ধবিরতির আওতায় মুক্তি পাওয়ার তালিকায় ছিলেন। ওই চুক্তি অনুযায়ী, গাজায় আটক বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা ছিল।
বন্দীর আত্মহত্যার চেষ্টার পর, আল-কুদস ব্রিগেড বন্দীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখপাত্র আবু হামজা বলেন, ‘বন্দীদের সুরক্ষায় আমরা বাড়তি পদক্ষেপ নিচ্ছি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
বিডিপ্রতিদিন/কবিরুল