ফরাসি অতি-ডানপন্থী রাজনীতিবিদ জ্যঁ-মারি লে পেন ৯৬ বছর বয়সে মারা গেছেন। ফরাসি সংবাদ সংস্থা এএফপির একটি পারিবারিক বিবৃতির বরাতে এখবর জানিয়েছে।
লে পেন বেশ কয়েক সপ্তাহ ধরে বার্ধক্যজনিত কারণে বিশেষ যত্নে ছিলেন। পরিবার জানিয়েছে, মঙ্গলবার দুপুরে প্রিয়জনদের বেষ্টিত অবস্থায় তিনি মারা যান।
লে পেন একজন হলোকাস্ট অস্বীকারকারী এবং জাতি, লিঙ্গ এবং অভিবাসন বিরোধী ফরাসি ন্যাশনাল ফ্রন্ট পার্টির প্রতিষ্ঠাতা। তিনি ২০০২ সালে জ্যাক শিরাকের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন।
১৯২৮ সালে লে পেনের জন্ম। তিনি জেলে, গভীর সমুদ্রের খনি আহরণ এবং অ্যাপার্টমেন্ট সার্ভেয়ারসহ অসংখ্য পেশায় কাজ করেছেন। তিনি ১৯৫৬ সালে সুয়েজ সংঘর্ষ এবং ১৯৫৭ সালের আলজেরিয়ান যুদ্ধে জড়িত ছিলেন।
১৯৫০-এর দশকে তার রাজনৈতিক জীবন শুরু। ১৯৭২ সালে তার নিজের দল ন্যাশনাল ফ্রন্ট প্রতিষ্ঠার আগে ১৯৫৬ এবং ১৯৬২ সালের মধ্যে দুবার ফরাসি জাতীয় পরিষদে নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/নাজমুল