ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বাহিনীর ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এবং তাদের প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, “আমাদের ক্ষেপণাস্ত্রগুলি এই অঞ্চলের যেকোনো শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং শত্রুর সমস্ত ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থাকে পরাস্ত করতে পারে।”
আজ সোমবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেইন সালামি এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, “এই শক্তিটি একসময় আইন আল-আসাদে প্রদর্শিত হয়েছিল। যা আমাদের মোকাবেলা করার ক্ষমতা এবং ইচ্ছাশক্তি প্রদর্শন করে। এই শক্তি আমাদের প্রতিরোধের ভিত্তি।”
কমান্ডার সালামি ৩ জানুয়ারি ২০২০ সালে পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশে মার্কিন-অধিকৃত আইন আল-আসাদ বিমানঘাঁটির বিরুদ্ধে কোরের প্রতিশোধমূলক হামলার কথা উল্লেখ করেন। বা
গদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় ওয়াশিংটন ইরানের সাবেক শীর্ষ সন্ত্রাস-বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং তার সঙ্গীদের হত্যার করে। তার প্রতিক্রিয়ায় ইরান এই হামলা চালিয়েছিলো।
সালামি আরও বলেন, “আজ, আইআরজিসি নৌবাহিনী যেকোনো জায়গায় শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারে।” কমান্ডার কোরকে “অন্যান্য সকল শক্তির চেয়ে মহান” হিসেবে বর্ণনা করে বলেন, “আজ, আইআরজিসির পূর্ণ মহিমা [সত্যিকার অর্থে] চিত্রিত করা অসম্ভব।” “শত্রুরা শেষ হয়ে যাবে, কিন্তু আইআরজিসি এবং (ইরান) বাসিজ (স্বেচ্ছাসেবক বাহিনী) কখনও শেষ হবে না।”
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল