হংকংয়ের কাই-তাক বিমানবন্দরটি একসময় প্লেনের চ্যালেঞ্জিং অবতরণের জন্য ছিল বিখ্যাত। কিন্তু সেই বিমানবন্দরটিতে এখন ৫০,০০০ আসনের একটি বিশাল স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। আর হংকংয়ের সবচেয়ে বড় বার্ষিক পার্টি 'রাগবি সেভেনস' হলো বিশাল স্টেডিয়ামটির নতুন হোস্ট।
কীভাবে বিশ্বের একটি বিপজ্জনক বিমানবন্দরকে হংকংয়ে একটি বিশাল স্টেডিয়ামে রূপান্তর করা হলো, সম্প্রতি সেটি সিএনএন'র আলকিরা রেইনফ্রাঙ্ক টিম পরিদর্শন করেছে। সূত্র: সিএনএন।
উল্লেখ্য, কাই তাক বিমানবন্দরটি হংকংয়ের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। এটি ছিল হংকংয়ের কাউলুনে কাউলুন উপসাগরের পূর্ব দিকে। কাই তাক যখন বন্ধ হয়ে যায়, তখন কেবলমাত্র একটি রানওয়ে ব্যবহার করা হত।
বিডি প্রতিদিন/এএম