ভারত সরকার পাকিস্তানি বাণিজ্যিক ও সামরিক বিমানের জন্য দেশটির আকাশপথ ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞা এক মাস বাড়িয়ে ২৩ জুন পর্যন্ত করেছে। শুক্রবার ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, পাকিস্তানি কোনো বিমান—যা সে দেশের মালিকানাধীন, লিজকৃত বা পরিচালিত—ভারতের আকাশসীমা অতিক্রম করতে পারবে না। এই নিষেধাজ্ঞার আওতায় সামরিক বিমানও রয়েছে।
এর আগে পাকিস্তানও ভারতের ফ্লাইটগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দেয়। সম্প্রতি সেই নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস বাড়িয়েছে ইসলামাবাদ।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নিয়ম অনুযায়ী, কোনো দেশ একটানা এক মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না। তাই উভয় দেশই এক মাস করে করে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে।
ভারতীয় কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলার জেরে দিল্লি গত ৩০ এপ্রিল পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর ৭ মে ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক হামলা চালায়।
এর পাশাপাশি ভারত সম্প্রতি বেশ কিছু কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে ‘সিন্ধু পানি চুক্তি’ (ভারত-পাকিস্তানের মধ্যে পানি বণ্টনের চুক্তি) স্থগিত রাখা, আটারি-ওয়াঘা সীমান্তে সমন্বিত চেকপোস্ট বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের ভারতে অবস্থানের সময়সীমা বেঁধে দেওয়া এবং তাদের ভিসা বাতিল করা। এমনকি পাকিস্তানের নাগরিকরা আর ‘সার্ক ভিসা ছাড়’ সুবিধাও ভোগ করতে পারবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল