ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগে দেওয়া এ রায়ে আদালত বলছে, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। ইসরায়েল দখলদার গোষ্ঠীর মতো স্থানীয় জনগণের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারে না।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) মার্চ মাস থেকে কার্যক্রম চালাতে দিচ্ছে না ইসরায়েল। তবুও সংস্থাটি গাজায় স্বাস্থ্যকেন্দ্র, ভ্রাম্যমাণ চিকিৎসা ও স্যানিটেশন পরিষেবা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে শিশুদের শিক্ষার জন্য স্কুল-ক্লাস পরিচালনা কাজ চালিয়ে যাচ্ছে। সংস্থাটি বলছে, তাদের কাছে ছয় হাজার ট্রাক মানবিক সহায়তা পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।
আইসিজে সভাপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএ-সহ তার সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ করার অধিকার বা বাধ্যবাধকতা রাখে। ইসরায়েলের দায়িত্ব এ কাজে সহায়তা করা।
এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তারা বলছে, আদালতের এ সিদ্ধান্ত একপাক্ষিক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত বিবৃতিতে আদালতের মতামত প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দেশটি আন্তর্জাতিক আইনের সব বাধ্যবাধকতা পুরোপুরি পালন করছে।
জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ'র প্রতি ইঙ্গিত করে বলেছে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের সহায়তাকারী কোনো সংস্থার সঙ্গে ইসরায়েল সহযোগিতা করবে না।
সূত্র: এপি
বিডি-প্রতিদিন/এমই