বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

মোদি-মানিক বৈঠককে ‘ভাই ভাই’ বলে কটাক্ষ মমতার

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়ে কটাক্ষ করলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘একেবারে মুখভর্তি পানি। ভাই-ভাই, দুই ভাই, বড় ভাই, ছোট ভাই।’ গতকাল দার্জিলিং জেলার শিলিগুড়িতে তৃণমূলের কর্মিসভায় উপস্থিত থেকে মোদি-মানিকের এই বৈঠককে এভাবেই কটাক্ষ করলেন মমতা। মমতা বলেন, ‘নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে সিপিআইএম, ওঁকে নিয়ে মিটিং করবেন ত্রিপুরায়। একেবারে মুখভর্তি পানি.. একেবারে গদগদ! ভাই ভাই.. দুই ভাই... ছোট ভাই বড় ভাই... এখনো লজ্জা নেই। এখানেও আমাদের বিরুদ্ধে লড়াই করে দেখবেন কংগ্রেস-সিপিআইএম-বিজেপি। আমাদের কিছু যায় আসে না, আমরা তো খুশি। সিপিআইএম-কংগ্রেস-বিজেপি আরও বেশি করে লড়াই করুক আমাদের বিরুদ্ধে। আমরা একাই লড়াই করব মানুষের আশীর্বাদ, দোয়া নিয়ে। তার কারণ ওদের প্রতি নির্ভরশীল যেন না হতে হয়। নির্ভরশীল হলেই কোনোদিন প্রেস মিটিং করে দেবে। আমি কেন তার পাপ নেব?’ উল্লেখ্য, ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ত্রিপুরার পালাটানা তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন উপলক্ষে সোমবার ত্রিপুরায় আসেন মোদি। ওই দিনই সন্ধ্যায় ত্রিপুরার রাজ্য সরকারের সচিবালয় মহাকরণে মন্ত্রিসভার সদস্যের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে ত্রিপুরার উন্নয়নে যথাসম্ভব চেষ্টা করার প্রতিশ্র“তি দেন প্রধানমন্ত্রী। এদিন সেই বৈঠক উত্থাপন করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কটাক্ষ। যদিও মমতার এই কটাক্ষকে বিঁধতে ছাড়েনি পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো। প্রত্যেকেরই একমত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের প্রধানমন্ত্রী বৈঠক করতেই পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এর সমালোচনা করেছেন তা কোনোমতেই যুক্তিযুক্ত নয়।

 

সর্বশেষ খবর