আমার চোখের পাপড়িগুলো ভেজা
হাত দুটোও অবশ হয়ে আছে
সে কেন নেই আজকে আমার কাছে?
সে তো ছিল বুকের পাতা
স্নেহের খাতা
প্রীতির সহচর-
আমার আলোর ঘর।
আমার আলো কোথায় এখন
কেমন করে থাকে?
খবর পেলাম শহীদ মিনার
রোজই তাকে ডাকে।
শহীদ মিনার, শহীদ মিনার
খোকার খবর দাও
অগি্নঝরা মার্চে যেন
ফিরে আমার গাঁও।
আমার খোকা আলোর মশাল
জ্বলুক চারিদিক-
সে তো ছিল রণাঙ্গনের
বিপ্লবী সৈনিক।