মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

বিশ্বে শরণার্থীর সংখ্যা সাড়ে ৬ কোটি

শরণার্থীদের মধ্যে ফিলিস্তিনি সংখ্যা সবচেয়ে বেশি। এর পরই সিরিয়া

বিশ্বব্যাপী শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছরের শেষ নাগাদ এ সংখ্যা ৬ কোটি ৫৩ লাখ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবারই প্রথম সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকটের মুখে পড়েছে। বিশ্বব্যাপী এক শতাংশ মানুষ নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, এই প্রথমবারের মতো শরণার্থীর সংখ্যা ছয় কোটির সীমা ছাড়িয়েছে। গতকাল বিশ্ব শরণার্থী দিবসে এ সংখ্যা প্রকাশ করা হয়েছে। ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্রান্ডি বলেন, সংঘাত ও দমন-পীড়নের ফলে অসংখ্য মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৫ সালের মধ্যে বাস্তুচ্যুত লোকের সংখ্যা বেড়ে হয় ৫ কোটি ৮০ লাখ। বিশ্বের লোকসংখ্যা ৭৩৪ কোটি ৯০ লাখ ধরে জাতিসংঘ জানায়, প্রতি ১১৩ জনের একজন হয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বা একজন শরণার্থী। এ সংখ্যা ব্রিটেন বা ফ্রান্সের জনসংখ্যার চেয়েও বেশি। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বিশ্বে এখন মোট ৬ কোটি ৫৩ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ৪ কোটি ৮০ লাখ নিজেদের দেশের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে এবং ২ কোটি ১৩ লাখ সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। শরণার্থীদের মধ্যে ফিলিস্তিনি নাগরিক সবচেয়ে বেশি এবং এ সংখ্যা ৫০ লাখেরও বেশি। এর পরেই সিরিয়া। দেশটির মোট শরণার্থীর সংখ্যা ৪৯ লাখ। তারপর রয়েছে আফগানিস্তান (২৭ লাখ) এবং সোমালিয়া (শরণার্থী ১১ লাখ)। এএফপি।

সর্বশেষ খবর