বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

সিসির সিদ্ধান্তে আদালতের ‘না’

সৌদি আরবকে দ্বীপ হস্তান্তর

মিসরের অধীনে থাকা লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে মিসরের একটি আদালত। প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি গত এপ্রিল মাসে সৌদি সফরে গিয়ে বাদশাহ সালমানকে কথা দিয়ে এসেছিলেন তিনি সানাফির ও তিরান নামের এই দুটো দ্বীপ ফিরিয়ে দেবেন। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মিসরে বিক্ষোভের মধ্যেই আদালতের এই রায় ঘোষণা করা হলো। খুব ছোট দ্বীপ দুটি সিনাইয়ের দক্ষিণে লোহিত সাগরের মুখে অবস্থিত।

দ্বীপ দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এই জলপথটি ইসরায়েল ব্যবহার করে  লোহিত সাগরে ঢোকার জন্য। বলা হয় দ্বীপ দুটির মূল মালিক সৌদি আরব। বিবিসি।

সর্বশেষ খবর