ইয়েমেনের রাজধানী সানায় একটি দাফন অনুষ্ঠানে বিমান হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। দেশটির হুতি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত সরকার দাবি করেছে, সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য দায়ী। তবে সৌদি আরব এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সহযোগিতার বিষয়টি ‘দ্রুত পর্যালোচনা’ শুরু করেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ হয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ২০১৪ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। শনিবারের ওই বিমান হামলার পর ঘটনাস্থলে গিয়ে হতাহতের সংখ্যা ও অবস্থা দেখে উদ্ধারকর্মীরা হতভম্ব হয়ে পড়েন বলে জানা গেছে। হুতিদের পরিচালিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আল-রওশানের পিতার দাফন অনুষ্ঠানে এই হামলা চালানো হয়। রওশানের পিতা দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ঘনিষ্ঠ মিত্র ছিলেন। এই হামলায় হুতি বিদ্রোহীদের উল্লেখযোগ্য সংখ্যক সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদির সরকারকে হুতি বিদ্রোহী এবং সাবেক প্রেসিডেন্ট সালেহর অনুগত বাহিনী উভয়ের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে। ২০১৪ সাল থেকে শুরু হওয়া দেশটির এই যুদ্ধে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ওই অঞ্চলের অন্যতম দরিদ্র রাষ্ট্র ইয়েমেন। বিবিসি, আলজাজিরা।
শিরোনাম
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
ইয়েমেনে দাফন অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৪০
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর