ভূঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে আটক করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকাল টানা ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে বেশকিছু অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয়। এদিন সকালেই সিবিআইএর দফতরে হাজিরা দেন তাপস।
প্রথম দফার জিজ্ঞাসাবাদের আগে থেকে অস্বস্তিতে পড়েছিলেন তিনি। এমনকি জিজ্ঞাসাবাদের সময় তাপসের আইনজীবীদেরও বের করে দেওয়া হয়। এরপরই কার্যত ভেঙে পড়েন তিনি। দ্বিতীয় দফায় জেরাতেও একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। রোজভ্যালির সঙ্গে জড়িত কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর তার কাছ থেকে পাওয়া যাচ্ছিল না।
সিবিআই সূত্রে খবর, ২০১১-১২ সালে রোজভ্যালি সংস্থার সঙ্গে তাপস পালের চেক ও নগদে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        