শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মেক্সিকোয় সেনা পাঠানোর হুমকি ট্রাম্পের

মেক্সিকোয় সেনা পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যম বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর সঙ্গে ফোনালাপের সময় ট্রাম্প এ হুমকি দেন। প্রতিবেদনটি জানিয়েছে, তারা অজ্ঞাতনামা সূত্র থেকে ট্রাম্প ও নেইতোর ফোনালাপে যেসব কথাবার্তা হয়েছে সেগুলোর লিখিত কপি পেয়েছে। ফোনালাপে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, নেইতো সরকার যদি মেক্সিকো থেকে আমেরিকায় ‘বাজে লোকের প্রবেশ’ বন্ধ করতে না পারে তাহলে এসব  লোকের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ করতে সেনা পাঠানো হবে। হোয়াইট হাউস টেলি কথোপকথনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তমব মেক্সিকোতে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এনডিটিভি।

সর্বশেষ খবর