শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পালানিস্বামী

দীপক দেবনাথ, কলকাতা

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পালানিস্বামী

তামিলনাড়ুর ২৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইডাপড্ডি. কে. পালানিস্বামী (৬৩)। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সি. বিদ্যাসাগর রাও। মুখ্যমন্ত্রী ছাড়াও একই দিন নতুন মন্ত্রিসভার আরও ৩০ জন সদস্য শপথ নেন। অবশ্য এদের মধ্যে বিদায়ী মুখ্যমন্ত্রী (কেয়ারটেকার) ও. পনিরসেলভাম এবং মা কে. পান্দিয়ারাজন ছাড়া বাকিরা পূর্ববর্তী মন্ত্রিসভার সদস্য ছিলেন। মুখ্যমন্ত্রীর দফতর ছাড়াও স্বরাষ্ট্র, পুলিশ, অর্থ, পূর্ত, সেচ, সড়কের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের হাতেই রেখেছেন পালানিস্বামী। নতুন মন্ত্রিসভায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য হয়েছেন দিন্ডিগুল শ্রীনিবাসন যাকে বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তৃতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন সেনগোত্তাইয়ান যাকে স্কুল শিক্ষার মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সি.বিজয়া ভাস্কর স্বাস্থ্য মন্ত্রণালয়, এম.সি. সম্পত শিল্প, এম.আর.বিজয়ভাস্কর পরিবহন, সি.ভি. সন্মুগম আইন, কারুপান্নান পরিবেশ, সেল্লুর রাজু সমবায়, নিলোফার কাফিল শ্রম, ভি. সরোজা সামাজিক ন্যায় এবং কামরাজ খাদ্য সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে আস্থাভোটের মাধ্যমে প্রথমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে পালানিস্বামীকে। ২৩৫ সদস্য বিশিষ্ট তামিলনাড়ুতে গরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ১১৭ জন বিধায়কের সমর্থন।

সর্বশেষ খবর