বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভাইস প্রেসিডেন্ট পদে তিন নারী পেল ইরান

তিন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। নিজের মন্ত্রিসভার সব সদস্য পুরুষ রাখায় নাগরিক অধিকার গ্রুপগুলোর সমালোচনার এক দিন পর গতকাল এ নিয়োগ দেন রুহানি। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এ পর্যন্ত মাত্র একজন নারী মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। বিবিসি জানিয়েছে, তিনজনের মধ্যে মাসুমাহ ইবতেকারকে পরিবার ও নারীবিষয়ক, লায়া জয়নেদিকে আইনবিষয়ক এবং শাহিনদখত মওলাভেরদিকে নাগরিক অধিকারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।   বিবিসি।

সর্বশেষ খবর