Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৮ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:১৩

নেপালে কপ্টার বিধ্বস্ত, নিহত ৬

নেপালে কপ্টার বিধ্বস্ত, নিহত ৬

নেপালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। গতকাল দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮ টা ৫ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেসরকারি পরিবহন সংস্থার হেলিকপ্টারটি গোরখা  জেলার সামাগাউন থেকে কাঠমান্ডু যাচ্ছিল। অ্যাল্টিচুড এয়ার প্রাইভেট লিমিটেড নামের ওই সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক নিমা নুরু শেরপা জানিয়েছেন,  হেলিকপ্টারে সাতজন যাত্রী ছিল।

এদের মধ্যে একজন জাপানি পর্যটক ও পাঁচজন নেপালি যাত্রী ছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাঠমান্ডু থেকে ৫০ কিলোমিটার দূরে ধাদিং জেলায় সম্ভবত হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। অবশ্য নেভাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি সাতায়াওয়াতি নামের একটি জায়গায় ঘন জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয়েছে। ওই স্থানটি ৫ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত। উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে আবহাওয়া ভালো না থাকায় অভিযান ব্যাহত হচ্ছে। অনলাইন।


আপনার মন্তব্য