সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

৯/১১ হামলার পর যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৬ ট্রিলিয়ন ডলার

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর যুদ্ধের জন্য গোটা বিশ্বে ছয় ট্রিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা। এরমধ্যে অন্যতম আফগানিস্তান। আর এসব যুদ্ধে বিভিন্ন দেশে কমপক্ষে নিহত হয়েছে পাঁচ লাখ মানুষ। যদিও নিহতের এ সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। অনেকের ধারণা নিহতের সংখ্যা আরও অনেক বেশি। যুদ্ধ সংক্রান্ত ব্যয়ের এ তথ্য তুলে ধরতে ব্রাউন ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স’ সমীক্ষা চালিয়েছে। তারপর সেই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধ এবং যুদ্ধ সংক্রান্ত কাজে এই বিশাল অর্থ ব্যয় করায় জাতীয় নিরাপত্তার ঘিরে উদ্বেগ সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর