বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মায়াবতীর চ্যালেঞ্জ আদালতে খারিজ

প্রচারে নিষেধাজ্ঞা

সম্প্রতি দেওবন্দে এক জনসভায় গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মায়াবতীর বিরুদ্ধে। ঘৃণ্য-ভাষণের জন্য সোমবারই নির্বাচন কমিশন তার নির্বাচনী প্রচারে ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল। ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। কিন্তু শীর্ষ আদালত মায়ার আবেদন খারিজ করে দেয়। বিদ্ধেষপূর্ণ বক্তব্যের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী প্রচারে ৭২ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে কমিশন। মূলত সর্বোচ্চ আদালত এসব বক্তব্যের জন্য নির্বাচন কমিশনকে তাচ্ছিল্য করেছিল। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জেগে উঠে।

সর্বশেষ খবর