সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু যুক্তরাষ্ট্রের

ইরানের এলিট ফোর্স ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান বলেছেন, তার দেশের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল এক পার্লামেন্টারি সেশনে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সংবাদমাধ্যম আইসিএএনএর কাছে পার্লামেন্টে দেওয়া আইআরজিসি প্রধানের বক্তব্যের সারমর্ম তুলে ধরেন ইরানি পার্লামেন্টের মুখপাত্র বেহরুজ নেমাতি। তিনি বলেন, আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এ অঞ্চলের পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি একটি বিশ্লেষণ দিয়েছেন। এতে বলা হয়েছে, আমেরিকানরা একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। গত এপ্রিলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল হোসেইন সালামি। এ ফোর্স ইরানের অত্যন্ত প্রভাবশালী একটি সশস্ত্র বাহিনী, দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক আছে। এ বাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সে দেশের ইসলামিক ‘সিস্টেম’ বা সমাজব্যবস্থাকে রক্ষা করা।

ইরানের হামলার আশঙ্কা ইসরায়েলের : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আরও বাড়লে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিটজ। ইউভাল স্টেইনিটজ বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে।

সর্বশেষ খবর