শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধারণার চেয়েও দ্রুতগতিতে উজাড় হচ্ছে অ্যামাজন

ধারণার চেয়েও দ্রুতগতিতে উজাড় হচ্ছে অ্যামাজন

পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজনে আগুন নিভছেই না। -এএফপি।

গত সপ্তাহে ব্রাজিলের মহাকাশ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (আইএনপিই) জানিয়েছিল, ২০১৮ সালের আগস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত আমাজনের ৯ হাজার ৭৬২ বর্গকিলোমিটার বনাঞ্চল ধ্বংস হয়েছে। গত এক দশকে এই হার সর্বোচ্চ। তবে এখন তারা বলছে, বাস্তবে বন ধ্বংসের হার আরও বেশি। সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী বিগত এক বছরে উজাড় হয়েছে ১০ হাজার ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল।

সর্বশেষ খবর