বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বছরের প্রথম দিন হংকংয়ের রাস্তায় লাখো বিক্ষোভকারী

বছরের প্রথম দিন হংকংয়ের রাস্তায় লাখো বিক্ষোভকারী

নতুন বছরের প্রথম দিনে আবার রাস্তায় নামল হংকংয়ের লাখো বাসিন্দা। তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন। গতকাল ভিক্টোরিয়া পার্কের সবুজ লনে জড়ো হওয়া আন্দোলনকারীদের বেশির ভাগই কালো পোশাক ও মুখোশ পরেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের অনেকের হাতে লেখা প্লাকার্ডে লেখা ছিল ‘স্বাধীনতা বিনামূল্যে মেলে না’। বিক্ষোভে অংশ নেওয়া হাঁটা তুং মন্তব্য করেন. ‘হ্যাপি নিউ ইয়ার উচ্চারণ করা এখন কঠিন, কেননা হংকংয়ের মানুষ মোটেই খুশি নয়।’ বিক্ষোভকরীরা এখন পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে। এগুলোর মধ্যে আছে- পূর্ণাঙ্গ গণতন্ত্র, কয়েক মাসের বিক্ষোভে গ্রেফতার সাড়ে ৬ হাজার মানুষকে ক্ষমা এবং পুলিশি পদক্ষেপের স্বতন্ত্র তদন্ত। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না বলেও মনে করেন তিনি।

সর্বশেষ খবর