শিরোনাম
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অ ন্য খ ব র

ইরানে রমরমা মার্কিন ইসরায়েলি পতাকা!

ইরানে রমরমা মার্কিন ইসরায়েলি পতাকা!

ইরান যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানের সঙ্গে দেশ দুটি সম্পর্কে চির শত্রু। সেই ইরানে ধুমছে তৈরি হচ্ছে ইসরায়েল ও মার্কিন পতাকা। মিছিল ও শোভাযাত্রাতেও শোভা পাচ্ছে সেই পতাকা। তবে খানিকের জন্য। কারণ মিছিল বা শোভাযাত্রাতেই পোড়ানো হচ্ছে সেই পতাকা। আর এই পতাকা তৈরির জন্য বড় কারখানারও সৃষ্টি হয়েছে। এই পতাকা বানিয়েই কারখানাটির ব্যবসা রমরমা হয়ে উঠছে।

রয়টার্স জানায়, চাহিদা সর্বোচ্চ থাকাকালে এক মাসে কারখানাটি প্রায় ২ হাজার মার্কিন ও ইসরায়েলি পতাকা বানিয়ে থাকে। আর বছরে ১৫ লাখ বর্গফুটেরও বেশি পতাকা বানায়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে। এর প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন বাহিনীর ঘাঁটিতে ব্যালাস্টিক  ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়। ইরানে এখন প্রায় প্রতিদিনই মার্কিনবিরোধী সমাবেশ হয়।

সর্বশেষ খবর