বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিরিয়াকে হুমকি এরদোগানের

আর একটি তুর্কি সৈন্যের গায়ে আঁচড় লাগলে সিরিয়ার রেহাই নেই এই হুমকি দিয়ে রাখলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। বিদ্রোহীদের হাত থেকে প্রেসিডেন্ট বাসারের বাহিনী তার দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ ইদলিব পুনরুদ্ধারের যে চেষ্টা সিরিয়া করছে সেখানে অবস্থান করছে তুর্কি বাহিনী। আর এ অবস্থায় তুরস্কের সঙ্গে সিরিয়ার সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়ার হুমকি তৈরি হয়েছে। গত ১০ দিনে ইদলিবে বিদ্রোহীদের টার্গেট করে সিরীয় সৈন্যদের হামলায় কমপক্ষে ১২ জন তুর্কি সৈন্য নিহত হওয়ার ঘটনায় ভয়ানক ক্ষেপে গেছে তুরস্ক। শেষ পর্যন্ত গতকাল প্রেসিডেন্ট এরদোগান সিরিয়াকে হুমকি দিলেন। তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় ভাষণে এরদোগান বলেন, আর একটি তুর্কি সৈন্যের গায়ে আঁচড় লাগলে সিরিয়ার রক্ষা নেই। শুধু সিরিয়াকেই হুঁশিয়ার করে ক্ষান্ত হননি এরদোগান, গতকাল তিনি রাশিয়ারও তীব্র সমালোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া ইদলিবে ‘গণহত্যা’ চালাচ্ছে।

সর্বশেষ খবর