বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

খাবার ছাড়াই সাগরের বুকে ৩২ দিন!

আশপাশ কোথাও জনমানবের টিকিও নেই। চারদিকে পানি আর পানি। মাঝে একটি ছোট দ্বীপ। সেই দ্বীপে কোনো খাবার আর পানি ছাড়া ৩২ দিন বেঁচে রইলেন চারজন মানুষ। তবে এটি হলিউডের কোনো চলচ্চিত্র নয়! বাস্তবেই এমনটা ঘটেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বন্ধুবান্ধব নিয়ে বড়দিনের ছুটি কাটাতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে যাওয়ার পথে নৌকাডুবি হয় একদল পর্যটকের। তাতে আটজনের মৃত্যু হয়। বাকিরা ভাসতে ভাসতে চলে যান একটি দ্বীপে। সেখানে বৃষ্টির পানি আর নারিকেল খেয়েই টানা ৩২ দিন বেঁচেছিলেন চারজন। সম্প্রতি নিউ ক্যালেডোনিয়ার একটি ছোট দ্বীপ থেকে উদ্ধার করা হয় ওই চারজনকে। এই চারজনের মধ্যে রয়েছে দুজন পুরুষ, এক নারী ও ১২ বছরের একটি মেয়ে। চিকিৎসা শেষে গত শনিবার পাপুয়া নিউগিনির হাই কমিশনারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাদের।

সর্বশেষ খবর