শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লকডাউন ছাড়াই করোনাযুদ্ধে সুইডেন

তানভীর আহমেদ

লকডাউন ছাড়াই করোনাযুদ্ধে সুইডেন

ইউরোপে চলছে করোনায় মৃত্যুর মিছিল। স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো করোনা মোকাবিলায় শুরু থেকেই কঠোর লকডাউন, স্বাস্থ্যসতর্কতা মেনে চলছে। পুরো বিশে^র করোনা চিত্র বিশ্লেষণ করলে স্পষ্ট, এই দেশগুলো করোনা যুদ্ধে ভালো করছে। করোনা ঠেকাতে দেশে দেশে লকডাউন জারি করা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ গণপরিবহন। ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। ঘরবন্দী মানুষ, বন্ধ সব অফিস, ব্যবসা-বাণিজ্য। ফলাফল প্রতিটি দেশের অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে। তবে উল্টো দিকে হেঁটেছে সুইডেন। করোনা ছড়িয়ে পড়লেও তারা এখনো লকডাউন ঘোষণা করেনি। স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছে তারা। মানুষ রেস্টুরেন্টে যাচ্ছে, পার্কে আড্ডা দিচ্ছে, মহল্লায় চলছে খেলাধুলা। স্কুল-কলেজ, দোকান, অফিস, রেস্টুরেন্ট, বার সব খোলা রাখা হয়েছে। বিশ^ স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে, ঘরে থাকার পরামর্শ দিলেও সুইডেন লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নেয়নি। গবেষকরা তাই নজর রাখছে দেশটির করোনা পরিস্থিতির ওপর। গতকাল পর্যন্ত সুইডেনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৪ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৩৭ জনের। গত সাত দিনে দেশটির করোনায় নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। তবে দেশটির মহামারী বিশেষজ্ঞরা মনে করেন, করোনা আক্রান্তের চূড়ায় তারা পৌঁছে গেছেন। এবার অবস্থার উন্নতির পালা। স্টকহোমে করোনা ছড়িয়ে পড়লেও দেশটির অন্য শহরগুলোতে এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। লকডাউন না দেওয়ার পক্ষে দেশটির প্রধানমন্ত্রী স্টিভেন লভেনের যুক্তি হলো, জনগণকে বাধ্য করার প্রয়োজন নেই। তারা নিজে থেকেই দায়িত্বশীল ও সচেতন আচরণ করলেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। বাস্তব চিত্র তার কথারই প্রতিফলন করছে। সুইডেনের সাধারণ মানুষ নিজে থেকেই স্বাস্থ্য সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করছে। তবে এখনো দেশটির তিন ভাগের দুই ভাগ মানুষের অঞ্চলে করোনা পৌঁছায়নি। তাই সামনের দিনগুলোর চিত্র কেমন হবে তা পরিষ্কার নয়। বিশ^ স্বাস্থ্য সংস্থা মানুষকে ঘরে রাখার পরামর্শ দিলেও সুইডেনে সব স্বাভাবিকভাবে চলছে। গতকালও সেখানকার পার্কে দেখা গেছে মানুষের ভিড়। রেস্টুরেন্টে আড্ডা, দোকানে কেনাকাটা, রাস্তায় মানুষের স্বাভাবিক চলাচল।

 

সর্বশেষ খবর