শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
তহবিল স্থগিত

যুক্তরাষ্ট্রকে পুনর্বিবেচনার অনুরোধ হুর

যুক্তরাষ্ট্রকে পুনর্বিবেচনার অনুরোধ হুর

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (হু) ট্রাম্প প্রশাসনের তহবিল স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসেস। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি আশা করছি, যুক্তরাষ্ট্রের প্রশাসন তহবিল স্থগিত করার বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং আবারও ডব্লিউএইচও কাজে সমর্থন দিয়ে জীবন বাঁচানোর কাজে সাহায্য করবে।’

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারী মোকাবিলার ক্ষেত্রে ডব্লিউএইচওর ভূমিকার সমালোচনা করেন এবং জাতিসংঘের এই সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করার কথা জানান। সংস্থাটি ভাইরাস ইস্যুতে চীনের পক্ষপাতিত্ব করছে অভিযোগ তুলে তহবিল স্থগিতের ওই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ট্রাম্প। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ অভিযোগ নাকচ করে দেয়।

সর্বশেষ খবর