শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

জর্ডানে তিন দিনের কারফিউ

কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে তিন দিনের কারফিউ ঘোষণা করেছে জর্ডান। বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্টেট ফর মিডিয়া অ্যাফেয়ার্সের মন্ত্রী আমজাদ আদাইলেহ। গতকাল স্থানীয় সময় মধ্যরাত থেকে কারফিউ কার্যকর হবে। আর শেষ হবে রবিবার মধ্যরাতে। স্বাস্থ্যকর্মী ও জরুরি সেবায় নিয়োজিতরা কারফিউর আওতামুক্ত থাকবেন। খবর গালফ নিউজের। জর্ডানে করোনা মহামারী পরিস্থিতির ওপর ভিত্তি করে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন ধরে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী সাদ জাবের বলেছেন, বুধবার নতুন করে ২৩ জনের করোনা পজিটিভ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭২।

 

সর্বশেষ খবর