শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

স্কুল খোলার পর নতুন ৭০ জন আক্রান্ত

স্কুল খোলার পর নতুন ৭০ জন আক্রান্ত

ফ্রান্সে ফের স্কুল খোলার এক সপ্তাহের মধ্যে নতুন করে ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশের শিক্ষামন্ত্রী এমনটাই জানিয়েছেন। ফ্রান্সে স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল ১৭ মার্চ থেকে। কারণ দেশে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না যেতে পারে তার জন্যই তখন এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ফ্রান্সে এক লাখ আশি হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ২৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত দুই মাস ধরে লকডাউন চলার পর, ফ্রান্সে ধীরে ধীরে এ ব্যাপারে কিছু নিয়ন্ত্রণ শিথিল করা শুরু হয়। যার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় কিছু দোকানপাট, প্রি-স্কুল এবং এলিমেন্টারি স্কুল খোলা হবে। সে ক্ষেত্রে ঠিক করা হয় কোনো ক্লাসে প্রি-স্কুল স্তরে ১৫ জনের বেশি ছাত্র থাকবে না এবং অন্য স্কুলের ক্লাসে ১০ জনের বেশি ছাত্র থাকবে না। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী জিন মাইকেল ব্ল্যানকোয়ার জানিয়েছেন, স্কুল খোলার এক সপ্তাহের মধ্যে ৭০টি নতুন করোনা আক্রান্তের কেস পাওয়া গেছে। তার মতে, অনিবার্যভাবে এমন ধরনের কিছু একটা ঘটবে। প্রায় সবকটি সংক্রমণের ঘটনাই ঘটেছে স্কুলের বাইরে বলে তিনি দাবি করেন।

সর্বশেষ খবর