শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অ্যান্টার্কটিকায় গলবে সবচেয়ে বড় বরফের স্তর, বাড়ছে ভয়

অ্যান্টার্কটিকায় গলবে সবচেয়ে বড় বরফের স্তর, বাড়ছে ভয়

জলবায়ুর ভয়ংকর প্রভাবের প্রহর গুনছেন বিজ্ঞানীরা। এ জন্য হুঁশিয়ারিও দিয়েছেন তারা। উষ্ণায়নের ফলে মহাসাগর আর সমুদ্রের পানি দিনে দিনে  যেভাবে গরম হয়ে উঠছে তাতে পৃথিবীর সবচেয়ে বড় বরফের চাঙড়টিও আর কয়েক দিন পর হয়তো গলতে শুরু করবে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস (পিনাস)’-এ। পৃথিবীর সবচেয়ে বড় বরফের খ  (আইস শিট) রয়েছে দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকায়। নাম ‘ইস্ট অ্যান্টার্কটিক আইস শিট’। পৃথিবীর দক্ষিণ মেরুও রয়েছে এই ইস্ট অ্যান্টার্কটিকায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এ দৈত্যাকার বরফের খ-টির উচ্চতা প্রায় ৩ হাজার মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় ৩৫-৪০ ভাগ! এ বরফের স্তরটিতে এখনো যতটা বরফ রয়েছে তার আয়তন ২ কোটি ৭০ লাখ ঘন কিলোমিটার। এই বরফ পুরোপুরি গলে গেলে পৃথিবীর সব মহাসাগর ও সমুদ্রের জলস্তর ৫৮ মিটার বা ১৯০ ফুটেরও বেশি উঠে আসবে। ফলে, নিশ্চিহ্ন হয়ে যাবে বহু শহর, জনপদ, হারিয়ে যাবে বহু দেশ পৃথিবীর মানচিত্র থেকে, তলিয়ে যেতে সময় লাগবে না অনেক মহাদেশেরও বড় অংশের। বিজ্ঞানীদের আশঙ্কা, মহাসাগর-লাগোয়া পৃথিবীর এ বৃহত্তম বরফের চাঙড়টির গলন উদ্বেগজনকভাবে শুরু হতে হয়তো আর খুব দেরি হবে না।

সর্বশেষ খবর