বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
অ ন্য খ ব র

সপ্তাহে চার দিন কাজ তিন দিন ছুটির দিকে যাচ্ছে জাপান

জাপান কি সপ্তাহে পাঁচ দিন কাজের জায়গায় ধীরে ধীরে চার দিনের দিকে এগিয়ে যাচ্ছে?

জাপানি শব্দ ‘কারোশি’। যার অর্থ অতিরিক্ত কাজের ফলে মৃত্যু। দেশটির উন্নতির জন্য যে জিনিসটির অবদান সব চেয়ে বেশি তা হলো- দেশের মানুষ কাজ পাগল। ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই কাজ করে। এই প্রবণতা দেশকে উন্নতিতে নিয়ে গেলেও মানুষের মধ্যে হতাশার প্রবণতাও বৃদ্ধি পায়। ফলে আত্মহত্যার প্রবণতাও বেড়ে যায়। এ অবস্থা থেকে ফেরাতে বছর কয়েক আগে অফিস আদালতে সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করে সরকার। এখন মানুষকে বিনোদনমুখী করতে সপ্তাহে তিন দিন ছুটির চিন্তা- ভাবনা চলছে দেশটিতে। জাপানের বর্তমান শাসক দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য কুনিকো ইনোগুচির এই প্রস্তাব উত্থাপনের পর জাপানের পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য এর ব্যাপারে আলোচনা শুরু করেন। এটি সত্যি হলে পাঁচ দিনের কাজের পরিবর্তে সপ্তাহে চার দিন কাজ হবে।

জাপান গত কয়েক বছর ধরে নিজেকে সার্ভিস ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করার পথে অনেকটা এগিয়ে গেছে।

 

সর্বশেষ খবর