বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে তারকা টানার যুদ্ধ

কলকাতা প্রতিনিধি

টলিউড অভিনেতাদের রাজনীতিতে যোগ দেওয়ার ধারা অব্যাহত। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে এবার কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন টলিউডের প্রথম সারির অভিনেতা যশ দাসগুপ্ত। তাকে বিজেপির উত্তরীয় পরিয়ে বিজেপিকে স্বাগত জানান  কৈলাস। যশ’এর পাশাপাশি এদিন বিজেপিতে নাম লেখান সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারী, অতনু রায়, রাজ মুখোপাধ্যায়সহ একঝাঁক সিনেমা ও টেলি তারকাও। গতকাল বিজেপিতে যোগ দিয়েই সংবাদ সম্মেলন করে তিনি বলেন ‘যুব সমাজের উন্নয়নের জন্যই আমি রাজনীতিতে এসেছি। আমার মেন ফোকাস যুব সমাজ। আর বিজেপি এমন একটা দল, যারা যুব সমাজের ওপর ভরসা রেখেছে।’ তবে হঠাৎ করে এই সিদ্ধান্ত তিনি নেন নি বলেও জানান তিনি।

 ভোটের আগে টলিউড কার্যত দুই রাজনৈতিক শিবিরে আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে। সপ্তাহখানেক আগেই ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেতা দীপঙ্কর রায়, ভরত কল, অভিনেত্রী লাভলি মৈত্র, কৌশানি মুখোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য, রণিতা, পিয়া সেনগুপ্ত’এর মতো সেলেবরা। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে তারকা যুদ্ধ লেগেই আছে।

সর্বশেষ খবর