মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

আর্মেনিয়ায় সরকারি ভবনে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা

আর্মেনিয়ার রাজধানীতে একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। গত বছর নাগরনো-কারাবাখে আজারবাইজানের কাছে আর্মেনিয়ার পরাজয়ের পর থেকেই প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। সম্প্রতি এই বিক্ষোভ জোরদার হয়েছে। গতকাল রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা জোর করে ওই সরকারি ভবনে ঢুকে প্রধানমন্ত্রী পাশনিয়ানের পদত্যাগ দাবি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মেগাফোন হাতে কয়েকজন বিক্ষোভকারী ভবনে ঢুকে পড়ে। পুলিশ তখন দাঁড়িয়ে ছিল, কিছুই করেনি। বৃহস্পতিবার সরকার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতির পর গতকাল এই বিক্ষোভ হয়। এই বিক্ষোভকে পাশনিয়ান অভ্যুত্থানের চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। দেশটির সেনাবাহিনীও তার পদত্যাগের দাবি জানিয়েছে।

সর্বশেষ খবর