মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনার বিদায় নিয়ে ফাউচির আশাবাদ

করোনার বিদায় নিয়ে ফাউচির আশাবাদ

প্রেসিডেন্ট বাইডেনের শীর্ষ স্বাস্থ্য পরামর্শদাতা ড. ফাউচি বলেছেন, ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকায় কিছুটা হলেও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তবে তিনি এও বলেছেন, নতুন সংক্রমণ প্রতিহত করতে নিষেধাজ্ঞাগুলো পালন করে যেতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের অধীনে টিকা কর্মসূচি ত্বরান্বিত হয়েছে এবং সফলতার সঙ্গে  এগিয়ে চলেছে। তিনি বলেছেন, মে মাসের শেষ নাগাদ যথেষ্ট পরিমাণ টিকার মজুদ থাকবে এবং যে কোনো আমেরিকান তখন, টিকা নিতে পারবেন। প্র্রেসিডেন্ট বাইডেন আশা ব্যক্ত করেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ ক্ষুদ্র আকারে হলে,  এবারের স্বাধীনতা দিবস ও উৎসব পালন করতে পারবেন। তবে ড. ফাউচি হুঁশিয়ার করে দিয়েছেন, আমাদের বিপদ এখনো কাটেনি। তিনি ইউরোপের দৃষ্টান্ত দিয়ে বলেন, সেখানে নিষেধাজ্ঞা শিথিল করলে, লাগামহীন হারে সংক্রমণ বাড়তে শুরু করে। তাই এই সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সর্বশেষ খবর