রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ ও নেতৃত্বের ভূয়সী প্রশংসায় নিউ হ্যামশায়ার স্টেট

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি নিউ হ্যামশায়ার স্টেটের প্রতিনিধি পরিষদ সর্বোচ্চ সম্মান প্রদর্শনের পাশাপাশি একটি জাতিকে স্বাধীকার প্রদানে বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের জন্য ভূয়সী প্রশংসা করেছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার শারম্যান এ প্যাকার্ডা গত ১৮ মার্চ স্বাক্ষরিত এক ঘোষণাপত্রে উল্লেখ করেছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একই সঙ্গে এ স্টেট তথা সমগ্র যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা উদযাপন করছেন এবং এর মধ্যদিয়ে বহুজাতিক এ সমাজের বৈচিত্র্যকে মহিমান্বিত করা হচ্ছে। আমরাও তাদের এ উদযাপনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। এমতাবস্থায় প্রতিনিধি পরিষদ তার সর্বোচ্চ প্রশংসা এবং উচ্ছ্বাস প্রকাশ করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নাগরিকদের প্রতি। এর আগে এ স্টেটের গভর্নর ক্রিস্টফার টি সুনুনু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ মার্চ স্বাক্ষরিত অপর এক প্রশংসা-স্মারকে উল্লেখ করেছেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নপূরণে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হাঁটছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য। স্টেট গভর্নর আরও উল্লেখ করেন, ‘মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে বিশ্বের গণতান্ত্রিক, সহনশীল এবং বহুত্ববাদী জাতি হিসেবে মনে করছে, যার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্ব বহন করে।

সর্বশেষ খবর