মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

গুলি করতে করতে গাড়ি চালিয়ে গেল আততায়ী, রাস্তায় পড়ল ১৮ লাশ

দুই নারীকে অপহরণ করে পালানোর সময়ই এই হত্যাযজ্ঞ চালানো হয়

অনেকটা সিনেমার দৃশ্যের মতো। চলন্ত কার থেকে গুলি ছুড়তে ছুড়তে যাচ্ছে দুর্বৃত্তরা। আর রাস্তায় লুটিয়ে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় সময় শনিবার বিকালে এমনই দৃশ্য দেখা যায় আমেরিকার সীমান্তে মেক্সিকোর শহর রেনোসায়। মেক্সিকোর স্থানীয় সময় অনুসারে শনিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতি পথচারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। মৃত্যু হয় দোকান মালিক, নিরাপত্তারক্ষী, নার্সিং পড়ুয়াদের। গুলির ছোড়ার খবর শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছোটে পুলিশ। তাদের ছোড়া গুলিতে চার সন্দেহভাজন দুষ্কৃতির মৃত্যু হয়। এমনকি, গাড়ির ভিতর থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে, তাদের অপহরণ করে পালানোর সময়ই গুলি ছোড়ে দুষ্কৃতিরা। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। মেক্সিকো সীমান্ত এলাকায় ড্রাগ মাফিয়াদের রাজত্ব। বিভিন্ন সময় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত থাকে গোটা এলাকা। ড্রাগ মাফিয়াদের মধ্যে রোজকার লড়াই নতুন কিছু নয়। তবে এভাবে তাদের লড়াইয়ের মাঝে পড়ে আমজনতার মৃত্যুর ঘটনা নজিরবিহীন। যার জেরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। এ ঘটনার জন্য ‘গাল্ফ কার্টেল’ মাফিয়া গোষ্ঠীকে দায়ী করেছে মেক্সিকো সরকার। মাদক পাচারকারী এই গোষ্ঠীর সঙ্গে আমেরিকা, ইউরোপ, পশ্চিম আফ্রিকার বিভিন্ন মাফিয়ার যোগাযোগ রয়েছে বলে মনে করেন গোয়েন্দারা। কিন্তু নব্বইয়ের দশকের শেষদিকে মাফিয়া গোষ্ঠীর মধ্যে একাধিক দল তৈরি হয়। তারপর থেকেই নিজেদের অশান্তি শুরু করে গোষ্ঠীগুলো। এবার সেই গোষ্ঠীর ক্ষমতা প্রদর্শনের মাঝে প্রাণ গেল আমজনতার।

যার জেরে বেজায় আতঙ্কে এলাকাবাসী।

সর্বশেষ খবর