মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

সংঘাতের মধ্যে নমনীয় হতেই হলো ইসরায়েলকে

ইহুদি-আরব দ্বন্দ্বে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মিসরের মধ্যস্থতায় সাময়িক শান্তি ফিরলে এখনো যুদ্ধের মেঘ রয়েছে ‘অবরুদ্ধ’ গাজার আকাশে। তাতে ভীত হয় গাজাবাসী। তাইতো কিছুটা নমনীয় হলো ইসরায়েল। গাজা থেকে সাময়িকভাবে পণ্য রপ্তানিতে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েল। এতে অবশ্য কিছুটা মুক্তির স্বাদ পেয়েছে অঞ্চলটির মানুষ। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, গতকাল গাজা উপত্যকা থেকে দিন তিনেকের জন্য কৃষিপণ্য ও বস্ত্রের রপ্তানি শুরু করার অনুমতি দিয়েছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের প্রশাসন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সম্প্রতি ওই অঞ্চলের নিরাপত্তা খতিয়ে দেখে আমরা সাময়িকভাবে পণ্য রপ্তানির ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গাজা স্ট্রিপ থেকে কৃষিপণ্য ও বস্ত্র রপ্তানি কড়া যাবে। তবে গোটা প্রক্রিয়াই নির্ভর করছে অঞ্চলটির নিরাপত্তার ওপর। পরিস্থিতি উদ্বেগজনক মনে হলে এই অনুমতি প্রত্যাহার করা হবে।’ বলে রাখা ভালো, গাজায় প্রায় ২০ লাখ মানুষের বাস। তার মধ্যে ১০ হাজার মানুষ বস্ত্রশিল্পে কাজ করে। কয়েক হাজার মানুষ চাষের সঙ্গে যুক্ত। ফলে পণ্য রপ্তানি ওই অঞ্চলটির আয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইসরায়েলের এই সিদ্ধান্তে অনেকেই খুশি।

উল্লেখ্য, গত মে মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের অনুগামীদের মধ্যে সংঘাত শুরু হয়। তারপর তা ক্রমে ভয়াবহ আকার নেয়। গাজা থেকে হামাসের রকেট হামলার পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। তারপর প্রায় ১১ দিন ধরে হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়। অবশেষে মিসরের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যুযুধান দুই পক্ষ। কিন্তু তা আর টিকবে কি না সে নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সর্বশেষ খবর