মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বিধানসভা উপনির্বাচন

ভবানীপুরেও কি মমতার সঙ্গে লড়ছেন শুভেন্দু?

ভবানীপুরেও কি মমতার সঙ্গে লড়ছেন শুভেন্দু?

পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রে এবং ওড়িশার একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর এই উপনির্বাচন হবে। ফল বেরোবে ৩ অক্টোবর। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে তৈরি হওয়া আশঙ্কা দূর হলো। মমতা লড়বেন ভবানীপুর থেকে। মমতা গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে বিধানসভা ভোটে লড়ে হেরে যান শুভেন্দু অধিকারীর কাছে। তারপর তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। নিয়মানুযায়ী, ছয় মাসের মধ্যে রাজ্যের কোনো বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাঁকে জিতে আসতে হবে। না হলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। মমতা যাতে জিতে আসতে পারেন, তার জন্য  কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ভবানীপুর থেকে গত ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। মমতাও ওই কেন্দ্র থেকে প্রার্থী হবেন বলে ঠিক করেছেন। এদিকে, বিজেপি থেকে এই আসনে কে লড়বেন বা আদৌ কেউ লড়বেন কি না, তা জানানো হয়নি এখনো। তবে বিজেপির দুই নেতা বলেছেন, দল তাঁদের অনুমতি দিলে তাঁরা মমতার বিরুদ্ধে লড়তে প্রস্তুত। এই দুই নেতা হলেন রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং বিশিষ্ট চলচ্চিত্র তারকা ও এবারের বিধানসভা নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল ঘোষ এই ভবানীপুর আসনে তৃণমূল প্রার্থী শোভন দেবের কাছে পরাজিত হয়েছিলেন। তবে বিজেপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

সর্বশেষ খবর