শিরোনাম
শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইয়াঙ্গুনে নির্মাণাধীন ভবন ধসে নিহত এক, নিখোঁজ ৭

মিয়ানমারের ইয়াঙ্গুনে নির্মাণাধীন একটি ভবন ধসের পর দমকলকর্মীরা এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইস্ট দাগন এলাকায় এ ধসের ঘটনা ঘটে। দমকলকর্মীরা এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ভিতর থেকে তিনজনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন, আরও সাতজন নিখোঁজ। তাদের জীবিত উদ্ধারের আশা ফিকে হয়ে আসছে বলে স্থানীয় দমকল বিভাগের প্রধান থেইন তুন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। ‘আমি কোনো শব্দ পাচ্ছি না। বাকিদের জীবিত উদ্ধার করতে পারার সম্ভাবনা খুবই কম,’ বলেছেন তিনি। ফেসবুকে এক লাইভ স্ট্রিমিংয়ে কংক্রিটের ধ্বংসস্তূপ সরাতে দমকলকর্মীদের ভারি যন্ত্রপাতি ব্যবহার করতে দেখা গেছে।

থেইন তুন জানান, ১১ শ্রমিক যখন একটি কংক্রিটের স্ল্যাব বসাচ্ছিল, তখনই নির্মাণাধীন এ বাণিজ্যক ভবনটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর