মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
রোমে উধাও ব্রাজিল প্রেসিডেন্ট

খোঁজ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

খোঁজ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতালি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কোথায় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো? তাই খোঁজ শুরু করেন ব্রাজিলের দুই সাংবাদিক। কিন্তু তাকে পাওয়া তো দূরঅস্ত। নিরাপত্তারক্ষীদের মার জুটল তাদের কপালে। ঘটনাটি ঘিরে শোরগোল জি-২০ সম্মেলনের শেষবেলা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গোবো’র সাংবাদিক লিওনার্দো মন্টেইরোর ওপর নাকি বলসোনারোর রাগ অনেকদিনের। জনসম্মুখে প্রেসিডেন্টকে একাধিক প্রশ্ন করে বারবার অস্বস্তিতে ফেলেন। ফলে প্রেসিডেন্টের চক্ষুশূল ছিলেন তিনি। তাই তাকে সায়েস্তা করতে ছাড়েনি তার নিরাপত্তা কর্মীরা।

তার ওপর আবার আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ‘অহেতুক’ কৌত‚হল প্রকাশ করে ফেলেছিলেন সাংবাদিক। ফলে যা হওয়ার তাই। রবিবার যখন জি-২০ সম্মেলন শেষে বিখ্যাত ‘ট্রেভি ফাউন্টেনে’র সামনে দাঁড়িয়ে বিশ্বের সব রাষ্ট্রপ্রধানরা ছবি তুলছিলেন, তখনও দেখা গেল, নেই ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তারই খোঁজখবর নিতে গিয়েছিলেন লিওনার্দো মন্টেইরো। অভিযোগ, তাকে বাধা দেন বলসোনারোর নিরাপত্তারক্ষীরা। এরপর তাকে মারধর শুরু করেন নিরাপত্তারক্ষীরা। সে সময় সেখানে উপস্থিত বলসোনারোর সমর্থকরাও সাংবাদিকের উদ্দেশে গালিগালাজ করে স্লোগান তোলে। বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয় রোমে।

সর্বশেষ খবর